কৃষি ও কৃষককে অবহেলা করে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়-কৃষিবিদ সাখায়াত হোসেন সুইট

- আপডেট সময় : ০৬:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে কৃষকদের মাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেছেন সরকার বাংলাদেশকে একটি উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি ও কৃষকদের পেছনে ফেলে রাখা যাবে না।এটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ।
বৃহস্পতিবার সকাল ১১টায় তাড়াশ সদর ইউনিয়নে ৫ হাজার হেক্টর আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সিনিয়র সভাপতি মোক্তার হোসেন, ইউনুস তাড়াশী, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর বকুল, সাবেক তাড়াশ কৃষক লীগের আহব্বায়ক ও তাড়াশ কৃষক আন্দোলন নেতা গামছা শহিদ, তাড়াশ উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক মনিরুল ইসলাম মনির সহ তাড়াশ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ সাখাওয়াত হোসন সুইট আরো বলেন, ‘আমরা উন্নত হব, তবে আমরা আমাদের কৃষক ও কৃষিকে বাদ না দিয়ে আমরা স্মার্ট হয়ে উঠব।’ আমাদের সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কৃষকদের অধিকার রক্ষা করা।কারণ, খাদ্য ও পুষ্টি কৃষি সরবরাহ করে কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছে।আওয়ামী লীগ সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সকল উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে।
পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মাধাইনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: আবু ইউসূফ (ঠান্ডু) এর সড়ক দূর্ঘটনা জনিত অসুস্থতা দেখতে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যান।এসময় তাঁর চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।অপরদিকে রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের শারীরিক অসুস্থতার খোঁজ-খবর নিতে যান কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট সহ সকল নেতা-কর্মী বৃন্দ।