বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
দুই দিনের সফরে আগামীকাল বাঘায় আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

সুব্রত কুমার,বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৬২২ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি দুই দিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী আসবেন।তিনি শুক্রবার (২৬ মে) বিকাল সাড়ে তিনটায় সড়কপথে বাঘা আড়ানীস্থ নিজ বাসভবনে এসে পৌঁছবেন।
শনিবার (২৭ মে) বেলা এগারোটায় প্রতিমন্ত্রী বাঘা উপজেলা প্রশাসন আয়োজিত ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুপুর সাড়ে বারোটায় বাঘা উপজেলা পরিষদে আয়োজিত তেঁতুলিয়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকাল তিনটায় বাঘা উপজেলার বিনোদপুর হাইস্কুল মাঠে আয়োজিত বাঘা ও চারঘাট উপজেলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগদান করবেন।
এদিন-ই সন্ধ্যায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যাবেন।