আত্রাই নদী থেকে মাটি কাটা ও নদী দূষিত করার দায়ে অর্থদন্ড

- আপডেট সময় : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৪০৭ বার পড়া হয়েছে

আত্রাই নদী থেকে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ঠ ইটভাটা ব্যবসায়ী এবিএম কামরুল ইসলাম (কাবুল মন্ডল) কে নগদ ১,০০,০০০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার ২৪ মে বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: সবুর আলী।
অনুমোদন ছাড়া আত্রাই নদী থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ অর্থ দণ্ডাদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী।
স্থানীয়দের দেওয়া অভিযোগ এর পর যমুনা প্রতিদিনে সংবাদ প্রকাশ হয়।সংবাদটি উপজেলা প্রশাসন দৃষ্টিগোচর হয়।
উপজেলা প্রশাসন খাস আমিনপুর আত্রাই নদী সংলগ্ন এবিএম কামরুল ইসলাম (কাবুল মন্ডলের) সুতার প্রসেস মিলের বর্জ্য নদী থেকে অপসারণের জন্য সঠিক ব্যবস্থা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।