শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নিগার সুলতানা আকন্দ

- আপডেট সময় : ০৩:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে

শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন পূর্বধলার হোগলা ইউনিয়নের সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার (সমাজ বিজ্ঞান) বিভাগের সহকারী শিক্ষিকা নিগার সুলতানা আকন্দ এবং মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পূর্বধলা উপজেলা পর্যায়ে সম্মানিত বিচারকমণ্ডলীর রায়ে এই প্রতিষ্ঠান এবং তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করেছেন।তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
নিগার সুলতানা আকন্দ ফুলপুর উপজেলার বওলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার হিসেবে খ্যাত সরকার বাড়ীর প্রয়াত আবদুর রশিদ মাষ্টারের পুত্রবধূ এবং সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন সরকার উজ্জ্বল মাষ্টারের সহধর্মিণী।