বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
নজরুল তুমি

শাহীন খানঃ
- আপডেট সময় : ০৩:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

নজরুল তুমি
শাহীন খান
নজরুল তুমি শিকল ভাঙ্গার গান
দ্রোহী কবি বিদ্রোহী তুফান
আলোর ঝিলিক ছন্দ গাঁথা ঘর পালানো মন
বুকের ভেতর গদ্য পদ্য কাব্য আলাপন।
নজরুল তুমি সুখ সুরভি চাঁদ
তুমি যেন জোছনা গলা রাত
শ্রমিক প্রেমিক সৈন্য কবি এবং গজল সুর
মুক্ত আকাশ ঝরনাধারা কড়কড়ে রোদ্দুর।
নজরুল তুমি তপ্ত বালুময়
স্বাধীন চেতা ফাগুন মধুময়
বিঁষের বাঁশি খোকার হাসি চৈতি দিনের খন
তুমি আমার কলজে হিয়া সাত রাজারই ধন।
নজরুল তুমি আশা ভাষা সব
মিষ্টি মধুর পাখির কলরব
বুকের ধ্বনি চলার সাথি লড়াই নওজোয়ান
অকুতোভয় সংগ্রামী হৃদ সাহসী এক প্রাণ!
লেখক:- শিশুসাহিত্যিক, কবি,গীতিকার, সুরকার, ছড়াকার, গল্পকার ও ঔপন্যাসিক।