শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি কর্তৃক ১৫০টি মুনিয়া পাখি উদ্ধার ও অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ১৫০টি মুনিয়া পাখি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫৩ বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা।পরে সবগুলো পাখি অবমুক্ত করা হয়।

বুধবার (২৪ মে) সকাল ৭টায় ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মহানন্দা ব্রীজ চেকপোস্টে কর্তব্যরত টহলদল একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে।এ সময় বাসের বক্সের ভেতরে পাখিসহ ২টি খাঁচা খুঁজে পায়।

পরবর্তীতে টহলদল বাসের যাত্রীদের কাছে পাখির মালিকানার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে কেউ মালিকানা দাবি না করায় মালিকবিহীন অবস্থায় পাখিগুলো উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগকে অবগত করা হয়।

পরে জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যনাথ সরকার এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাহিদ হোসেন এর উপস্থিতিতে উদ্ধার হওয়া ১৫০টি মুনিয়া পাখি অবমুক্ত করা হয়।

বুধবার ৫৩ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eighteen =


অফিসিয়াল ফেসবুক পেজ

x