ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলার অসহায় রক্তের অভাবী রোগীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত অনলাইন ও অফলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাব”-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সংগঠনের ব্যানারে কাজ করে আসা ব্যক্তিরা বিগত ৬ বছর ধরে রক্ত সংগ্রহ করছেন।তারা এই সময়ে হাজার হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করেছেন।সেই সাথে বাঁচিয়েছে হাজারো মানুষের প্রাণ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের গুরুদয়াল কলেজ এর সামনে মুক্তমঞ্চে আলোচনা শেষে,কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়।পাশাপাশি উপস্থিত ডোনারদের মাঝে লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রাজন আকন্দ এর পরিচালনায়,উপদেষ্টা জুনায়েদুল হক শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা জহিরুল ইসলাম হিমেল, হুমায়ুন কবির, এহসানুল হক অমি, সুলেমান কাদির মাসুদ, সায়েম খান, মুক্তার হোসেন, জিন্নাত রেহেনা, রিতা আক্তার, মুক্তা আক্তার, পালিকা আক্তার, শান্ত, আমিনুল ইসলাম সম্রাট, এম এইচ হিমেল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় সভায় বিভিন্ন সংগঠনের এডমিন প্যানেলগন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।তারা তাদের বক্তব্যে রক্তদাতা জোগাড় করা এবং রোগীদের সমস্যার কথা তুলে ধরেন ও নিজেদের কোথায় কি সমস্যা আছে তা কিভাবে সমাধান করা যায়, সেটা নিয়েও আলোচনা করেন।
শেষে কেক কেটে ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে শেষ হলো ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী।