লাখাইয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী সহ গ্রেপ্তার-৩

- আপডেট সময় : ০২:৩৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৪১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের পৃথক পৃথক অভিযানে নিয়মিত ধর্ষন মামলার আসামী সহ ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-নাজমুল হোসেন রাজিব ওরফে রাজু, বায়েজিদ মিয়া ও আব্দুল হামিদ।
লাখাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নুনু মিয়া জানান, সরাইল থানাধীন কুট্টাপাড়ার মোঃ নাদির হোসেনের ছেলে আসামী নাজমুল হোসেন রাজিব ওরফে রাজু কে র্যাব-৯ এর সহযোগিতায় বি-বাড়ীয়া জেলার সরাইল থানাধীন কুট্টা পাড়া এলাকা থেকে বুধবার (২৪ মে) দিবাগত রাতে এস আই শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর পৃথক অভিযানে এস আই জহির আলী ও এ এস আই আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে লক্ষীপুর গ্রামের লুটপাট ও ভাংচুর মামলার আসামী কামাল মিয়ার ছেলে বায়েজিদ মিয়া ও পলাতক আসামী পূর্ব বুল্লা গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে আঃ হামিদকে তাদের বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে বৃহস্পতিবার (২৫ মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।