বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
দ্রোহী কবি বিপ্লবী নজরুল

শাহীন খানঃ
- আপডেট সময় : ০২:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে

দ্রোহী কবি বিপ্লবী নজরুল
শাহীন খান
কষ্ট হাজার বুকের ভেতর রাখতেন
তবু বুকে সুখের ছবি আঁকতেন।
গান লিখতেন সুর দিতেন গাইতেন
হাততালি আর বাহ্বা পাইতেন।
দেশমাতাকে গভীর ভালোবাসতেন
অত্যাচারির সকল বাধা নাশতেন।
চলতো কলম সেটা যেন বোমা
সেই কলমেই শান্ত ছড়া ওমা!
সৈন্য হয়ে গেলেন দেশের কাজে
থামার পাত্র ছিলেন তিনি না যে।
উচ্চে ছিলো তাহার হৃদয় শির
তিনি ছিলেন লড়াই করা বীর।
জেলে জরিমানা সেটা যে ডালভাত
চোখের জলে কাটতো যে দিনরাত।
তবু তিনি নির্ভিক লড়াকু
জুলুমবাজীর মুখে দিতেন থু!
তিনি ছিলেন বিষাক্ত এক হুল
দ্রোহী কবি বিপ্লবী নজরুল।