গলাচিপায় শিক্ষক সমবায় সমিতির মরণোত্তর অর্থ প্রদান

- আপডেট সময় : ১০:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৩১ বার পড়া হয়েছে

পটুয়াখালী গলাচিপায় উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে মরণোত্তর অর্থ প্রদান করা হয়।
সোমবার (২২ মে) সকাল ১০টায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অফিস কক্ষে মরনোত্তর অর্থ ১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা প্রদান করা হয়।
জানা গেছে, গলাচিপা উপজেলা বেসরকারি শিক্ষক-কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ২০৯ নম্বর সদস্য মরহুম মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বিপ্লব, বিভাগীয় প্রধান সমাজকর্ম বিভাগ, গলাচিপা সরকারি কলেজ এর মরনোত্তর অর্থ তার স্ত্রী মিসেস ফেরদৌসী বেগমকে সমিতির সভাপতি ও গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান মিয়ার নিকট থেকে ১ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা গ্রহণ করেন।
নূরে আলম সিদ্দিকী বিপ্লব এর বাড়ী ছিল রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়নে।
অর্থ গ্রহণের সময় উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারি ও দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা মো. হারুন অর রশিদ, সদস্য ও গলাচিপা মহিলা কলেজের সিনিয়র প্রভাষক সৌমিত্র সরকার ও সিনিয়র প্রভাষক আব্দুল আউয়াল প্রমূখ।