বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবিতা: ভালো বন্ধু

জাবেদুল ইসলাম :
- আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

কবিতা: ভালো বন্ধু
মোঃ জাবেদুল ইসলাম
আগের মত বন্ধু ভালো,
যায় না পাওয়া অতো।
বন্ধুর মতো বন্ধু পেলে,
জীবন ধন্য হতো।
আগের দিনে ভালো বন্ধু,
সবাই মোরা মিলে
মাঠে মাঠে খেলা আর
সাতার কাটতাম নদী বিলে।
আনন্দ উল্লাস কতো করতাম,
ছুটির দিনে সবাই।
এখন আর ওসব হয় না কিছু,
সময় কেহ না পাই।
ভালো বন্ধু এ সমাজে
মিলেছে এখন কম।
ভালো বন্ধু নাই তবে ভাই,
যায় পাওয়া তার যম।
ভালো বন্ধুর আসলে বিপদ,
সাহায্য চাইবে বলে।
আগে ভাগে পরে কেটে,
নানা ছলনার তলে।
**************************-