মোহনপুর রায়ঘাটি ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন

- আপডেট সময় : ০৭:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর রায়ঘাটি ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকালে হাটরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ আলী।
প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সামাদ।
উপস্থিত দলীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন মোহাম্মাদ আলী,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আর রশিদ, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, রায়ঘাটি ইউনিয়ন বিএনপি সভাপতি রুস্তম আলী, সাবেক সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি ইদ্রিস আলী,মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহরিয়ার সাজ্জাদ,ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক,সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল,যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, ইকবাল, টুটুল, ইসমাইল হোসেন,কৃষকদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন,ধুরইল ইউপি’র খালেক,আলামিন, জুয়েল, আব্দুর রহিমসহ অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।