বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
বুকে রেখো বল

শফিকুল মুহাম্মদ ইসলাম ::
- আপডেট সময় : ০৩:২৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

বুকে রেখো বল
শফিকুল মুহাম্মদ ইসলাম
রাতের আঁধার কেটে গিয়ে
আসবে নতুন ভোর;
ছন্নছাড়া জীবনটাতে
ঘুচবে সকল ঘোর!
ধৈর্য ধারণ করো তুমি
বিপদ এলে হায়,
পায়চারীতে তকদির লিখন
কভু বদলে যায়!
পরনিন্দা পরচর্চা
সবই ভুলে যাও,
ষড়রিপুর করাল গ্রাসের
মুক্তি খোঁজে নাও!
হতাশাতে জীবন ধ্বংস
বাজে শোকের বীণ;
এমনভাবে আসবে কী আর
খানিক সুখের দিন!
স্বপ্ন দেখো আকাশছোঁয়া
বুকে রেখে বল,
ন্যায়নীতি আর মূল্যবোধে
পাবে কাজের ফল!
লেখকের ঠিকানা: কলমাকান্দা, নেত্রকোনা