শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

সুরের মূর্ছনা

সুরের মূর্ছনা
শফিকুল মুহাম্মদ ইসলাম

এক সুরের মূর্ছনা অনিবার এসে;
হৃদয় দরিয়াপার সর্বদা ধ্বসে!
রাতে ঘুম ফেঁসে যায় কাজরীর গানে;
এমন ব্যাকুল কে গো শান্তি নাই প্রাণে?

আমারে সে দিয়েছিল দুটি চোখ বেঁধে;
কানামাছি খেলা বলে আজো উঠে কেঁদে!
এমন নীলাভ চোখ দুটি কথা বলে;
হে নীলাদ্রি এসো এই গগনেরতলে!

স্কাইলাইটের আলো শহরের পথে,
জোনাকির চলাফেরা পল্লীর জগতে!
তুমিও সেই রকম সব পরিবেশে;
আলোকিত করো তাই কত ভালোবেসে।

হেঁটে চলো মরুগিরি ঢের মেঠোপথে;
চেতনারে সাথে নিয়ে আঁধার জগতে!
ব্যর্থ প্রত্যয়ে তুমিই জ্বালিয়েছ আলো;
কবিতা ও গান লিখে দিন কাটে ভালো।

সুরের মিতালী আসে নাই অবসাদ;
করে আজ অঙ্গীকার কাঁধে রেখে কাঁধ!
চকিত প্রিয়ার সেই অপলক দৃষ্টি;
হৃদয় আকাশে ঝরে অঝরেতে বৃষ্টি!

লেখকের ঠিকানাঃ বাউশাম, কলমাকান্দা, নেত্রকোনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 16 =


অফিসিয়াল ফেসবুক পেজ

x