রান্না করা অবস্থায় বৃদ্ধার মৃত্যু

- আপডেট সময় : ০২:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ৯৭ বার পড়া হয়েছে

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় বাঘদিপাড়া (পালোহান বাড়িতে) নালুর মা নামে পরিচিতি এক বৃদ্ধা নিহত হয়েছেন।রান্না করা অবস্থায় বৃদ্ধার মৃত্যু
গতকাল ২৩ মে রাতে বৃদ্ধা ভাত রান্নার জন্য চুলায় আগুন জ্বালায়।রান্না করা অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানান স্থানিয়রা।
বৃদ্ধার ছেলে নালু একজন ভ্যানচালক।তিনি বলেন, গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে।আমি কাজে যেতে পারিনি।বৃষ্টির জন্য বাইরের চুলা ভিজে যায়।তাই আম্মা বৃষ্টি পরিষ্কার হওয়ার পরে ঘরের মধ্যেই রান্না বসাই।সকালে ঘুম থেকে উঠে আম্মাকে অনেক ডাকার পরও উঠছিল না।তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকি এবং দেখি আম্মা মরে পড়ে আছে।
বৃদ্ধার ছেলের বউ বলেন-আম্মা প্রায়ই নিজে রান্না করে ঘুমিয়ে পড়ে।আমি ভেবেছি প্রতিদিনের মতো আজকেও আম্মা রান্না শেষে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে।তাই আম্মাকে আর ডাকিনি।সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মার মৃতদেহ চিকা খেয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে।
চিনাডুলী ইউপি সদস্য সামিউল ইসলাম ঘটনার সত্যতা যাচায় করেছেন।