বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
বে-জীবন

রফিকুল নাজিমঃ
- আপডেট সময় : ০৮:৪০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে

বে-জীবন
রফিকুল নাজিম
আমি নদী হতে চেয়েছিলাম
অথচ আমাকে খরখরে পাহাড় বানিয়ে রাখলে
পাহাড়ে গাছের সারি নেই
সবুজের অস্তিত্ব নেই
পাথরের নিচে গোপন কোনো ঝর্ণা নেই
পাহাড়ের চারিদিকে কেবলই ধূসরতা
পাহাড়- সে তো এক উচ্চতার মূর্খতা!
নদী হলে আমি টইটম্বুর জল পেতাম
নদীর দুই তীরে সজীব গাছপালা পেতাম
শস্যবতী সোনার মাঠ পেতাম
কদম কিংবা কাশফুলের দিন পেতাম
খলখলে হাসির ছলাৎ সুখের জীবন পেতাম।
আমাকে পাহাড় বানিয়ে তুমি নাকি নদী হয়ে গেছো?
পলাশ, নরসিংদী।