ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
বিশেষ বিজ্ঞপ্তি ::
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল 'যমুনা প্রতিদিন ডট কম' এ আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে পুত্রের যাবজ্জীবন সাজা থেকে দ্বায়মুক্ত ও বেকসুর খালাস চেয়ে পিতার সংবাদ সম্মেলন শিবগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা শিবগঞ্জে ময়দানহাট্টা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা নন্দীগ্রামে তালগাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন লাখাইয়ে বিশ্ব তামাক দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লাখাইয়ে এক জুয়ারি আটক,৫ জুয়ারি পলাতক নড়াইল পৌরবাসীর বিশুদ্ধ পানির সংকট রয়েই গেছে বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে ‘এলপিজি নাইট’ অনুষ্ঠিত পবিপ্রবিতে “মোটিভেশনাল অন এ্যাকরেডিটেশন ইন হায়ার এডুকেশন” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ বুড়িমারী শাখার বেআইনী কার্যক্রম বন্ধে শ্রম মহাপরিচালককে অভিযোগ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের দাবি ইবি বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের

ইবি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
যমুনা প্রতিদিন অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

মঙ্গলবার (২৩ মার্চ) পৃথক দুই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু পরিষদ এ ঘটনাকে জাতীয়তাবাদী আদর্শের জঘন্যতম স্পর্ধা হিসেবে উল্লেখ করে বলেন, এই ঘটনা এই সত্য প্রতিষ্ঠা করেছে যে বিএনপি ও তাদের দোসররা খুনের রাজনীতি থেকে বেড়িয়ে আসতে পারেনি।এই হুমকি হচ্ছে তাদের নীল নকশার অংশ।যে ভাষায় হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট যে এটি শুধু একটি অঞ্চলের নিম্নপর্যায়ের কোনো নেতার বক্তব্য নয়, বরং এটি গভীর ষড়যন্ত্রের অংশ ও তার বহিঃপ্রকাশ।কারন তারা অতীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা করেছে।ঘটনার নায়কদের সকল ধরনের স্পন্সর দিয়েছে।এমনকি এই দলটি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল।

নেতৃবৃন্দ এ ঘটনার বিচার চেয়ে বলেন, যে রাজনৈতিক দল এই ধরনের ভাষার প্রয়োগ করে সে ধরনের রাজনৈতিক দলের এদেশে রাজনীতি করার সুযোগ আছে কি না, সেই কথাও ভাবার সময় এসেছে।বঙ্গবন্ধু কন্যাকে হত্যার যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে।জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যাকে রক্ষার চেষ্টা করা হবে।

এসময় তারা হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিও জানান।

এদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদসহ হুমকি প্রদানকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা ও বঙ্গবন্ধু-পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রের অংশ।চিরচেনা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনো যে খুনের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে ঘটনাটি তা আবারো প্রমাণ করলো।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে তখন উপযুক্ত স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের হত্যার রাজনীতি সফল করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে।

বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানানো হয়।

এছাড়া উক্ত দাবীর সমর্থনে আগামী বুধবার সংগঠনটি বেলা ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়।মামলাটি করেন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

সংবাদটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের দাবি ইবি বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরামের

আপডেট সময় : ০৮:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় হুমকিদাতাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ও প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

মঙ্গলবার (২৩ মার্চ) পৃথক দুই সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু পরিষদ এ ঘটনাকে জাতীয়তাবাদী আদর্শের জঘন্যতম স্পর্ধা হিসেবে উল্লেখ করে বলেন, এই ঘটনা এই সত্য প্রতিষ্ঠা করেছে যে বিএনপি ও তাদের দোসররা খুনের রাজনীতি থেকে বেড়িয়ে আসতে পারেনি।এই হুমকি হচ্ছে তাদের নীল নকশার অংশ।যে ভাষায় হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট যে এটি শুধু একটি অঞ্চলের নিম্নপর্যায়ের কোনো নেতার বক্তব্য নয়, বরং এটি গভীর ষড়যন্ত্রের অংশ ও তার বহিঃপ্রকাশ।কারন তারা অতীতেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা করেছে।ঘটনার নায়কদের সকল ধরনের স্পন্সর দিয়েছে।এমনকি এই দলটি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল।

নেতৃবৃন্দ এ ঘটনার বিচার চেয়ে বলেন, যে রাজনৈতিক দল এই ধরনের ভাষার প্রয়োগ করে সে ধরনের রাজনৈতিক দলের এদেশে রাজনীতি করার সুযোগ আছে কি না, সেই কথাও ভাবার সময় এসেছে।বঙ্গবন্ধু কন্যাকে হত্যার যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে।জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যাকে রক্ষার চেষ্টা করা হবে।

এসময় তারা হত্যার হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিও জানান।

এদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদসহ হুমকি প্রদানকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা ও বঙ্গবন্ধু-পরিবারকে ধ্বংস করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রের অংশ।চিরচেনা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনো যে খুনের রাজনীতির উপর দাঁড়িয়ে আছে ঘটনাটি তা আবারো প্রমাণ করলো।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে তখন উপযুক্ত স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের হত্যার রাজনীতি সফল করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে।

বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানানো হয়।

এছাড়া উক্ত দাবীর সমর্থনে আগামী বুধবার সংগঠনটি বেলা ১১ টায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে এক জনসমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়।মামলাটি করেন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।