ঝিকরগাছা শংকরপুর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা

- আপডেট সময় : ০৮:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের ২০২৩/২৪ উম্মুক্ত বাজেট সভা অনুুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩শে মে) দুপুর ১২টায় শংকরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের সচিব এস এম জাহাঙ্গীর আলম ১ কোটি ১৭ লক্ষ ৫২ হাজার ৬৮৬ টাকা আয়, ১ কোটি ১৭ লক্ষ ৩৮ হাজার ৮০৬ টাকা ব্যায় ও ১৩ হাজার ৮৮০ টাকা উদ্বৃত্ত রেখে শংকরপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র চ্যাটার্জির সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, শংকরপুর ইউনিয়ন আ. লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক জাহান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারী, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, শংকরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জাহিদ হাসান পলাশ।
এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহাশীন আলী, শংকরপুর ১ নং ওয়ার্ড আ.লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু সাঈদ, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, আব্দুল জলিল, সেলিম আহম্মেদ, জয়নাল আবেদীন প্রমুখ।