বগুড়া-১ আসনে প্রচারণায় শীর্ষে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শাহাজাদী আলম লিপি

- আপডেট সময় : ০৭:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৩৩৪ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শীর্ষে রয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শাহাজাদী আলম লিপি।
তিনি প্রতিদিন জনসংযোগ ও প্রচার-প্রচারণা করছেন।উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে করছেন মতবিনিময়।তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক।
তিনি আশা করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ দলীয় মনোনয়ন তাকেই দেবে।জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
অপরদিকে কে হবেন বগুড়া-১ আসনের নৌকার মাঝি? এসব প্রশ্ন নিয়ে এখন থেকেই ভোটারদের মধ্যে চলছে তুমুল আলোচনা।শাহাজাদী আলম লিপি জনপ্রতিনিধি না হয়েও উপজেলার নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উন্নয়নে জন্য বিলিয়ে দিচ্ছেন আর্থিক অনুদান।ইতিমধ্যে পরিচিতি পৌঁছে গেছে নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে।সারিয়াকান্দি মানুষের ভরসার জায়গা এখন তিনি।কারণ দীর্ঘদিন ধরে জোরেশোরেই মাঠে-ঘাটে প্রচারণা অব্যাহত রেখেছেন।
সংসদ সদস্য পদপ্রার্থী শাহাজাদী আলম লিপির কাছে জানতে চাইলে যমুনা প্রতিদিনকে তিনি বলেন, এ সরকারের আমলেই বিপুল উন্নয়ন সাধিত হয়েছে।সরকারের উন্নয়ন চিত্র সাধারন জনগনের মাঝে তুলে ধরছি।নির্বাচনী এলাকা সারিয়াকান্দি-সোনাতলা বাসীর কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।