বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
কবিতা : তিস্তা নদী এসেছিস তুই

জাবেদুল ইসলাম :
- আপডেট সময় : ১১:৩২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

কবিতা : তিস্তা নদী এসেছিস তুই
মোঃ জাবেদুল ইসলাম
তিস্তা নদী এসেছিস তুই,
হিমালয়ের ওপার হতে।
ঠাঁই নিয়েছিস তিস্তা রে তুই,
মোরই বাংলাদেশে।
বাংলাদেশে থাকিস, পড়িস,
বাংলাদেশে ঘুমাস।
বাংলাদেশের উপর চলিশ,
সারা টা বারো মাস।
তিস্তা তোর দুই তীরে থাকে,
যারা ভীষণ কষ্ট করে।
তারা তোকে জড়িয়ে ধরে,
খুবেই ভালো বাসে।
তোকে ছারা অন্য কোথাও,
যায় না কভু তারা।
তিস্তা রে তুই করিস শুধু
তাদেরেই ঘর ছাড়া।
বছর বছর ভাঙ্গিস তাদের,
বাস্তুভিটা ঘর।
সব হারিয়ে আজ তারা,
হয়েছে যাযাবর।
কতজনের করেছিস তুই,
অকাল প্রাণনাস,
আবার কতো করেছিস,
তাদের সর্ব সর্বনাশ।
তোর বুকে শীতল জলে,
পিপাসা মেটে তাদের।
তোর শীতল মুক্ত বাতাসে,
শরীর জুড়ায় ওদের।
আর ভাঙ্গিস না তিস্তা রে তুই,
ওদের বাড়ি ঘর।
তারা তোকে আঁকড়ে ধরে
বাঁচবে জীবন ভর।
****************************