অসহায় অন্ধ কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিলো রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ

- আপডেট সময় : ০৮:৫৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক অসহায় অন্ধ কৃষকের এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (২১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে ও সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদের সার্বিক সহযোগিতায় রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ সোয়েব আক্তারের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের অসহায় এক অন্ধ কৃষকের এক বিঘা জমির ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেন।এতে রায়গঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের অন্ধ কৃষকের মুখে হাসি ফুটেছে।
ধান কেটে দেওয়ার পর অন্ধ কৃষক বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না।রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ সোয়েব আক্তার বিষয়টি জানতে পেরে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ধান কেটে, মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছেন।তার জন্য অনেক দোয়া করি।শুনেছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তারা আমার জমির ধান কেটে দিয়েছেন।এ জন্য আমি প্রধানমন্ত্রীকেও অনেক ধন্যবাদ জানাই।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন সরকার বলেন, দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী তাদের নিজ নিজ এলাকাতেও কৃষকের ধান কেটে সহায়তা করেছে।আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোয়েব আক্তার বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী সব সময় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া আদায় সহ অসহায়, গরিব দুঃস্থ মানুষের পাশে থাকে।এরই ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার নির্দেশ ও বাংলাদেশ ছাত্রলীগের আহ্বানে আমরা একজন অসহায় অন্ধ গরিব কৃষকের ধান কেটে দিয়েছি।ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সভাপতি মোঃ রবিন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ সোয়েব আক্তারের নেতৃত্বে ধান কাটায় অংশ নেয় সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির আহমেদ স্বাধীন সহ রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।