প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ১২:১৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৪৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেলে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বাজারের এক নম্বর গেট এলাকায় প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হবিবুল ইসলাম হব্বুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, সাংগাঠনিক সম্পাদক জহুরুল ইসলাম মালিথা, কৃষক লীগ নেতা ফজলুর রহমান মালিথা সহ আওয়ামী লীগ ও সহযোগী ও অংগ সংগঠনের পৌর, ইউনিয়ন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।