বাংলাদেশ সফরের জন্য দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯’র দল ঘোষণা

- আপডেট সময় : ১২:০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

জুলাই মাসে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা যুবদল।আসন্ন সফরের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সফরের দেড় মাস আগেই দল ঘোষণা করল তাড়া।এই সিরিজে পাঁচ ম্যাচের ওয়ানডে খেলবে তারা।
আগামী জুলাই মাসে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।৩ জুলাই শুরু হবে ম্যাচ।শেষ হবে ১৫ জুলাই।
আগামী বছর যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে খেলবে এই দুই দল।২০২৪ সালে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।তাই নিজেদের প্রস্তুত করার জন্য উপমহাদেশে খেলবে তাড়া।
প্রধান নির্বাচক বলেন এই সফর থেকে ভালো ধারনা পাবো আমরা।আগামী বছর প্রায় একই কন্ডিশনে বাংলাদেশের মতো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ।এই ধরনের কন্ডিশনে কেমন করবে তা সুযোগ দিবে এই সফরে।
দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড :
লিয়াম অ্যাল্ডনার, বেনি হ্যানসেন, টিস্তান লুইস, এসা গাঙ্গাত, কুয়েনা মাফাকা, থেবে গাজাইড, দেওয়ান মারিয়াস, রোমাশান পিলে, সিফো পোটসান, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, রিচার্ড সেলেটসওয়ান, ডেভিড টিগার, জোনাথন ভ্যান জিল, অলিভার হোয়াইটহেড।