সিংড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ১১:৪৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা বিএনপির নেতা কর্তৃক একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সোমবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিংড়া বাসস্ট্যান্ডে পথসভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক অন্তর পারভেজ মহন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক রওনক হাসান হারুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, সাধারণ সম্পাদক জ্যোতি সরকার, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাবানা খাতুন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।