প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বদলগাছী উপজেলা আ”লীগের বিক্ষোভ-প্রতিবাদ

- আপডেট সময় : ১১:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৩৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার সারা দেশের মত নওগাঁর বদলগাছী উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে বদলগাছী উপজেলায় সোমবার (২২ মে) সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা থেকে জেলা পরিষদ ডাংকবাংলোর সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়।পরে ডাকবাংলোয় এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দলের নেতারা।
এ সময় বক্তারা রাজশাহীতে বিএনপির নেতা চাঁদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ দাবি করে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নওগা-৩ (বদলগাছী -মহাদেবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম (এমপি), নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবতী সৌরেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলু, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুম্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান (তিতু), নওগা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুম্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম সাজু, যুবলীগের সাধারণ সম্পাদক জনি আলম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরেঞ্জ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন, মন্ডল সাধারণ সম্পাদক সুব্রত কুমার, উপজেলা কৃষকলীগের সভাপতি সানাউল ইসলাম হিরো, উপজেলা মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাহেলা চৌধুরী, বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বদলগাছী সরকারি বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের কলেজ শাখার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমান, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মমতাজ, সাবিনা ইয়াসমিন নিলু, সাব্বির, শরিফুল, পলাশ,আমিনুর, সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।