বিকাশের নামে প্রতারক

- আপডেট সময় : ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৪১ বার পড়া হয়েছে

বিকাশের নামে প্রতারক
অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম
অপরিচিত দোকানে গিয়ে
বিকাশে টাকা ঢুকালাম,
থেরাপি শেষ করে একা
রিক্সায় বাসায় ফিরলাম।
পরদিন দোকান দারের ফোন
দু :খিত আপনার একাউন্টে
ভুলে অভিযোগ হয়েছে।
আপনার বিকাশ বন্ধ হয়েছে।
আমি হতবাক,বললাম কেন?
বিকাশ আপনাকে দিবে ফোন,
ওরা ঠিক করবে ধরুন এখন
আপনার একাউন্ট চালু হবে।
চিন্তায় পরলাম টাকা আসবে
বেজে উঠে রিং বিকাশ বলছি।
শহিদুল সাব বলছেন ?
জি বলুন, আপনার বিকাশ বন্ধ!
বললাম কেন? অভিযোগ আছে।
আমি চালু করে দিবো।
আপনি কি আগের পিন চান?
জি, OTP দিচ্ছি, আগের পিন দিন।
ছোট ভাই টাকা পাঠিয়েছে
আমি OTP এবং পিন দিলাম
এইতো আপনার তের হাজার টাকা,
একটু পরে দেখি একাউন্ট ফাঁকা।
দোকানে যান 24500
বিকাশে পাঠান,
শুক্রবার দোকান বন্ধ
মনেও দ্বন্দ্ব,
বললাম দোকান আজ বন্ধ
ব্যালেন্স দেখে চোখ হয় অন্ধ।
টাকা আগে যা ছিল যা এলো তার নাই কোন গন্ধ।
নিয়েছে বিকাশ নামে প্রতারক
বোকামিতে নিজেকে দেই ধমক।
সাবধান! সকলে শুনুন
এরকম হলে সাথে সাথে তাকে ধরুন।
তারিখ ১৮/৫/২০২৩
(বাস্তব ১০০%)