ভোলায় ১৫০০ পিস ইয়াবাসহ আটক ১

- আপডেট সময় : ১০:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে

ভোলায় ১৫০০ পিস ইয়াবাসহ সোহেল (৩৫) নামে একজনকে আটক করছে পুলিশ।
ভোলা সদর মডেল থানা সুত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএমের নির্দেশনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহিন ফকির বিপিএমের প্রত্যক্ষ তত্ত্ববধায়ন ও চৌকস নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে সকালে ইলিশা ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফার, এএসআই সুজন ও এএসআই রিপনসহ পুলিশের একটি বিশেষ টিম ইলিশার তালতলা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়।এসময় সন্দেহজনকভাবে সোহেল নামের ব্যক্তিটিকে তল্লাশি করলে তার কাছ থেকে পাওয়া যায় ১৫’শ পিস ইয়াবা।এরপর তাকে আটক করা হয়।
আটককৃত সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহীন ফকির বিপিএম জানান, প্রতিদিনের ন্যায় আজকেও ইলিশা লঞ্চঘাট এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে”এসময় সন্দেহজনকভাবে সোহেল নামের একজনকে তল্লাশি করলে তার কাছ থেকে ১৫’শ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো বলেন, আটককৃত সোহেলের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় শাহিন ফকির বলেন, ভোলা সদর মডেল থানায় আমি যোগদান করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি, মাদকাসক্ত যে হউক ছাড় দেয়া হবে না।