বিদায় বেলা

- আপডেট সময় : ১০:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৪২ বার পড়া হয়েছে

বিদায় বেলা
মো: শহিদুল ইসলাম
চারিদিকে নিরব নিস্তব্ধ সুয়ে একলা,
মৃত্যু হাকিছে যাবার হলো বেলা।
মুখে ভাষা নেই নেই কোন অনুভূতি,
যাবো পৃথিবী ছেড়ে জীবনের ইতি।
সেই যে রোগে দেহে বাধিল বাসা,
জীবন বিদীর্ণ বাঁচিবার নাহি আশা।
নিশ্বাস বহে অতি ক্ষীণ নিথর দেহ,
বিদায় বেলা শূন্য পাশে নেই কেহ।
সবই ছিল ভরপুর দুরন্ত যৌবন,
বেলা শেষে ভগ্ন জীর্ণ স্বাস্থ্য মন।
মায়ের দুগ্ধ পানে জীবন গঠন,
পিতার কঠোর শ্রমের অর্থে পাঠন।
বন্ধু স্বজন মিলে ছিল পরিবেশ,
আজ স্মৃতি পটে মনে পড়ে বেশ।
শিক্ষক গুরুজন ভাই বোন সবে,
ছাত্র ছাত্রী সহকর্মী কত কথা কবে।
সংসার ধর্ম কর্ম রাজনীতি সমাজ,
রেখে গেলাম শূন্য অসমাপ্ত কাজ।
তোমাদের কাছে রেখে গেলাম কিছু,
নেক নজরে দেখো যদি যায় পিছু।
স্ত্রী সন্তান ছিল সেবা কর্মে
সুখে দু:খে জড়িয়ে,
তাদের কষ্টে নিরবে
কান্না আসে দুচোখ বেয়ে।
বিদায় বেলায় মুখে নেই ভাষা,
ক্ষমা করে দিও এ মোর প্রত্যাশা।
দোয়া চাই সাথী ছিলে রারা,
মৃত্যুর সময় যেন না হই ঈমান হারা।
তারিখ – ২২/৫/২০২৩