লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছে আরও এক শিশু।
আজ শুক্রবার সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুনটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার ও তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন।
জানা যায়, আজ সকালে মা-মেয়ে ও তাদের সাথে থাকা শিশুসহ রেললাইনের উপর দিয়ে হাটছিলেন এসময় পিছন থেকে ট্রেন এলে ঘটনাস্থলেই ট্রেনের চাকায় কাটা পড়ে দুজন মৃত্যু বরন করেন।
এ সময় গুরুতর আহত অপর শিশুকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তার অবস্থাও আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।