শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ১০:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভার মঞ্চ থেকে হত্যার হুমকি দেওয়ায় হুমকিদাতাকে গ্রেফতারের দাবিতে বগুড়া সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল রবিবার দুপুরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ প্রিন্সের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, মেয়র মতিউর রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহান সাগর, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, ছাত্রনেতা গোলাম রব্বানী প্রমুখ।