সোনাতলায় গণসংযোগ ও আলোচনা সভা করেছেন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহাজাদী আলম লিপি

- আপডেট সময় : ০৯:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহাজাদী আলম লিপি আজ সোনাতলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।
এরপর উপজেলার তেকানীচুকাই নগর ইউনিয়নের বালিয়া ডাঙ্গা চারমাথা ও হরিখালি বাজারের স্থানীয়দের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
বালিয়া ডাঙ্গা চারমাথায় স্থানীয়দের আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলন, মধুপুর ইউপি সাবেক সদস্য আঃ ছালাম বেপারী, তেকানীচুকাই নগর সাবেক ইউ.পি সদস্য মোঃ ইসাহাক আলী মন্ডল, কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেদায়েতুল আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বগুড়া জেলা প্রাণি সম্পদ সিল এ্যাসোসিয়েশন সভাপতি মোঃ আব্দুল হান্নান সরকার।
সৌজন্যে ছিলেন বাংলাদেশ পুলিশ মোঃ জাকিরুল ইসলাম।
এরপর সন্ধ্যার স্থানীয়দের আয়োজনে হরিখালি বাজারে সোনাতলার উপজেলায় মধুপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব দবির হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মতবিনিময় সভায় বক্তব্য দেন।
এসময় ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা সালজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা, শাহ আলম,মাষ্টার আব্দুল সাত্তার মন্ডল, ব্যবসায়ী মোঃ সামছুল হক, শরিফ উদ্দীন ওরফে বাটু, মিঠু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।