শিবগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে বগুড়া শিবগঞ্জে উপজেলার স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (২২ মে) সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সায়েন্টফিক অফিসার এএইচএম শফিউল ইসলাম মোল্লা জামাল, জনসংযোগ কর্মকর্তা ড, মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদুর জহুরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা তারক নাথ কুন্ড, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীরা।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ২ দিন ব্যাপী প্রদর্শনী উদ্বোধন করে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন অতিথিরা।