ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু

- আপডেট সময় : ০৭:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় সোমবার ২২ মে ভূমি সপ্তাহ সেবা ২০২৩ খ্রিঃ শুরু হয়েছে।
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা, প্রাথমিক শিক্ষা অফিসার এম,এ, জাহিদ ইবনে সুলতান, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ডিজিটাল বাংলাদেশ’র আওতায় অনলাইনে ভূমি অফিসের যাবতীয় সেবা প্রদান ও গ্রহণের কথা তুলে ধরেন।