নলছিটিতে প্রতিবেশীর বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ

- আপডেট সময় : ০৪:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৬০ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে মোনায়েম হাওলাদার নামে বিশ মাসের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
রোববার (২১ মে) রাত আটটার দিকে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ঝোপের ভেতর থেকে নিখোঁজ শিশু মোনায়েমের লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর এলাকার অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে।
শিশু মোনায়েমের বাবা মোস্তফা হাওলাদার বলেন, নলছিটির সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি।আমার শ্বশুর কিছু দিন আগে মারা যায়।আমার শ্বশুরের কোন ছেলে না থাকায় আমার স্ত্রী শ্বশুর বাড়িতে থাকেন।আমার চাচী শ্বাশুড়ি একই বাড়ির আলী আকবর মৃধার স্ত্রী মুন্নি বেগমের সাথে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলতে ছিলো।কিছুদিন আগেও তিনি বিভিন্ন রকম হুমকি দিয়েছেন।রোববার বিকেল চারটার দিকে আমার ছেলে নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজি করে ঝোপের ভেতর থেকে নিহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করি এসময় চোখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।আমার ছেলেকে হত্যা করে ওখানে ফেলে রাখা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, শিশু ছেলেটিকে পানি থেকে উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।