মধুখালীতে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৪:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৬২ বার পড়া হয়েছে

ফরিদপুরের মধুখালীতে উপজেলা ভুমি অফিসের আয়োজনে “স্মার্ট ভুমিসেবার লক্ষ্যে” ভুমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ভুমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মধুখালী বাজারের থানা সড়ক সহ পৌরসদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে ভুমি অফিস চত্বর প্রত্যাবর্তন করে।
র্যালি পরবর্তী ভুমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।
ডিজিটাল ও স্মার্ট ভুমিসেবার উদ্দেশ্যে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম,মোঃ সেকেন্দার আলী ও মোঃ আদেল শেখ।
আলোচনা সভা পরবর্তী উপজেলার বিভিন্ন স্থানে ভুমিহীন ও গৃহহীনরা সরকার কৃর্তক প্রাপ্ত ২শতক জমির নামজারীর কাগজ বুঝিয়ে দেওয়া হয়েছে।
২২ মে থেকে ২৮ মে ২০২৩খ্রিঃ পর্যন্ত ভুমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রত্যেক নাগরিকের চাহিদা মোতাবেক সেবা প্রদান করা হবে।