ফুলবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যক্ষ আব্দুর রহিম

- আপডেট সময় : ০৪:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ বোয়াইলভীর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রহিম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছে।
উপজেলা মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট এ তথ্য নিশ্চিত করেছেন।
মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্যাটাগরিতে স্ব স্ব অবদানের স্বীকৃতি স্বরূপ নীতিমালার আলোকে উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে গঠিত ৬ সদস্য বিশিষ্ট কমিটি যাচাই বাছাইয়ের মাধ্যমে করে থাকেন বলে জানা যায়।
অধ্যক্ষ আব্দুর রহিম জানান, বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান উন্নয়ন পাবলিক পরীক্ষায় শতভাগ পাস ও উপজেলায় সবোচ্চ জিপি-৫ অর্জনে আমি সর্বাধিক চেষ্টা করে থাকি।
উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও আমার কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত।