বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
৫৩ বিজিবির অভিযানে পোলাডাংগা সীমান্তে ২ কেজি ৩০০ গ্রাম হেরোইন আটক

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
- আপডেট সময় : ০৪:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে আনুমানিক রাত ১টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি চৌকস টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/৮-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষারিয়াদহ ইউনিয়নের আতারীপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৩০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করতে সক্ষম হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স নীতি” বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।