রাজশাহীতে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৩:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ ২২ মে সোমবার রাজশাহী জেলা আওয়ামী লীগের রাণীবাজারস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর সামগ্রিক আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী সহ মৎস্যজীবী লীগের সর্বস্তরের নেতা-কর্মী এবং সমর্থকবৃন্দ।
অনুষ্ঠানে নেতা কর্মীরা বক্তব্যে বলেন, মস্যজীবীলীগ আওয়ামী লীগের একটি নতুন সংগঠন হলেও এর সাথে যুক্ত নেতা কর্মীরা সব সময়ই আওয়ামী লীগের দু:সময়ে পাশে থেকে যে ভাবে সংগঠনকে চালিয়ে নিচ্ছে তা অত্যান্ত প্রসংসার দাবিদার।এই সংগঠনে দক্ষ রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠার পিছনে রয়েছে তাদের কঠোর মনোবল ও পরিশ্রম।দলের প্রয়োজনে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করবে মস্যজীবীলীগ।