বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

রশিদুর রহমান রানা,শিবগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রবিবার বেলা ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গুজিয়া তেলিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর গ্রামের মৃতঃ মজিবর রহমানের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোভ্যান চালক আনোয়ার তার অটোভ্যান নিয়ে গুজিয়া বন্দের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা আর একটি অতিরিক্ত সিমেন্টের টিন বোঝাইকৃত অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়।এতে সে মাথায় মারাত্মক আঘাত পায়।আশংকাজনক অবস্থায় তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার বৃদ্ধর মৃত্যু বলে ঘোষণা করে।
নিহতর ভাতিজা জিল্লুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আমার চাচার মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।