বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
জোছনা আলো ও-ই এম. আর.মিঠুন

সাহিত্য প্রতিদিন ডেস্কঃ
- আপডেট সময় : ০৬:৩০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

শীতের চাঁদনী
কনকনে রাত,
কুয়াশার চাদর মুড়িয়ে
উঁকি মারে চাঁদ।
চাঁদের জোছনা আলো ও-ই
হাঁড়ি ভর্তি শীতল খেজুর রস,
মুঠো মুঠো মুড়ি,
চুমুকে চুমুকে গ্রেলাস শেষ।
এটা নয়তো কোনো কবিতা
তোবুও লাগছে বেশ।
চাদর মুড়িয়ে কবি
জোছনা আলো ও-ই
কাঁপছে বেশ।