রায়গঞ্জে হারানো চেক দিয়ে সাজানো মামলার প্রতিবাদে সংবাদ সন্মেলন

- আপডেট সময় : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাওনা টাকা পরিশোধ করলেও চেক জালিয়াতির হয়রানি মূলক সাজানো মামলার প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার ঘুড়কা ইউপির লাঙ্গলমোড়া গ্রামের সাবেক ইট ভাটা মালিক মোঃ আবুসামা প্রামানিক রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সন্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মোঃ নাসির উদ্দিন পাশ্ববর্তী এলাকার বাসিন্দা হওয়ায় তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাতায়াত করত।এরই একপর্যায়ে তার স্বাক্ষরিত বাংলাদেশ ডেভেলপমেন্টে ব্যাংক লিমিটেড বগুড়া মোকামতলা শাখার হিসাব নম্বর ৪৬৮ এর একটি চেক যাহার নং ০১০০৩৬৯ কৌশলে প্রতারক নাসির উদ্দীন হাতিয়ে নেয়।পরবর্তীতে উক্ত চেকটিতে ২০ লক্ষ টাকা লিখিয়ে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আমলি আদালতে সি আর ৩০১/১৯ একটি সাজানো মামলা দায়ের করে।
মামলাটি বিচারের নিমিত্তে বগুড়া জেলা জজ কোডে প্রেরিত হয় যাহার সেশন কেস নং ৩৩/২০২০।বিষয়টি মিমাংসার লক্ষ্যে ভুঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডের পাশ্বে মৃত বজলার রহমানের বাড়িতে একটি শালিসি বৈঠকে নাসির উদ্দিন ৪ লক্ষ বুঝিয়ে নিয়ে দায়ের কৃত মামলাটি প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয়।
কিন্তু প্রতারক নাসির উদ্দীন নানা মুখী অযুহাত দেখিয়ে কাল উৎক্ষেপন করছে।অসহায় আবুসামা ঋণ ধার করে প্রতারকের দাবিকৃত ৪ লক্ষ টাকা বুঝিয়ে দিয়েও সাজানো মামলা থেকে রেহায় না পেয়ে বিচারের আশায় সে এখন পথে পথে ঘুরছে।