সারিয়াকান্দিতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

- আপডেট সময় : ০২:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে

বগুড়ার সারিয়াকান্দিতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।
মেলা শেষ হবে আগামী ২৩ মে মঙ্গলবার বিকাল ৪ টায়।মেলা উপলক্ষে আজ সকাল ১০টায় আনন্দ র্যালি বের করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু সহ কৃষি অফিসের কর্মকর্তা এবং কর্মচারী ও আদর্শ কৃষকরা।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ১৬ টি প্রদর্শনী স্টল রয়েছে।
মেলাটি সফল করতে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা এবং কর্মচারী ও আদর্শ কৃষকরা কাজ করেছেন।
এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান, কৃষকদের আধুনিক কৃষির সাথে পরিচয় করাতে এবং তাদের আধুনিক কৃষিনির্ভর করে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে।