বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

পাইকগাছার দেলুটিতে রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ইটের ফ্লাট সোলিং রাস্তা মেরামত

খুলনা জেলার পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ও ৩নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে ইটের (ফ্লাট সোলিং) রাস্তা উঁচুকরণ ও মাটির মেরামত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পার মধুখালী খেয়া ঘাট হইতে বিরেন বাবুর সমাধীস্থল পর্যন্ত মোট ৭৫০ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট প্রস্থ ও গড়ে ১ ফুট উচ্চতার রাস্তার কাজের উদ্বোধন করেন ৪নং দেলুটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রিপন কুমার মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য চম্পক বিশ্বাস, নারী ইউপি সদস্য লক্ষ্মী রানী সরকার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জহিরুল ইসলাম, মোঃ শাহাদাৎ হোসেন রানা, অনামিকা সরকার, দেবশ্রী মন্ডল, শাওন মালাকার, প্রতিমা ঢালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ,৩নং ডাব্লিউডিএমসি এর সদস্য সচিব বিভুতী সরকার, ডাব্লিউডিএমসি এর সদস্য কালীপদ সরকার, ইন্দ্রজিৎ বৈরাগী,সমির কুমার মন্ডল, সিপিপি সদস্যবৃন্দ ও নিরাঞ্জন সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, এই রাস্তাটি ইউনিয়ন পরিষদে যাতায়াত সহ খুলনা জেলা ও বটিয়াঘাটা উপজেলায় যোগাযোগ এর জন্য এই ইউনিয়ন এর ২,৩ নং ওয়ার্ড সহ পার্শবর্তী লতা ইউনিয়নের জনগন ব্যবহার করেন।

দীর্ঘদিন পর এই রাস্তার উন্নয়ন এর জন্য খুলনা জেলা আওয়ামীলীগ সভাপতি,খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট এর সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সেক্রেটারি জনাব মকবুল হোসেন মিন্টু সহ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও স্থানীয় পর্যায়ে সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =


অফিসিয়াল ফেসবুক পেজ

x