বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
গোয়াল ফড়িং

গোলাপ মাহমুদ সৌরভ:
- আপডেট সময় : ০১:২৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে

গোয়াল ফড়িং
গোলাপ মাহমুদ সৌরভ
কতো ছুটেছি শৈশব কালে
গোয়াল ফড়িংয়ের পিছু,
চালাক ফড়িং উড়ে বেড়ায়
উপায় পাইনা যে কিছু।
ঝিলিমিলি গোয়াল ফড়িং
পরীর মতো তার ডানা,
ইচ্ছে খুশি সে উড়ে বেড়ায়
নাই যে কারো মানা।
গোয়াল ফড়িং বড্ড চালাক
আবাস পেলেই উড়ে,
বসতে চায়না ঘাসের ডগায়
শূন্যের উপর ঘুরে।