দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিলো পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগ

- আপডেট সময় : ১১:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১১৮ বার পড়া হয়েছে

সাওমুন সাকিন [স্টাফ রিপোর্টার]
উত্তরাঞ্চল জুড়ে শুরু হয়েছে বোরো ধান কাটার ব্যস্ততা।ঘরে উঠছে ধান, তবে খুশি নেই কৃষকের মনে।বাম্পার ফলন হলেও ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক।
এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর শাখার আওতাভুক্ত পলিটেকনিক ইন্সটিটিউট শাখার একনিষ্ঠ কর্মী মো: পলাশ আহমেদ এর নেতৃত্বে ধান কাটা কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২০ মে) শনিবার রংপুর মহানগরের ১৩ নং ওয়ার্ডের পূর্ব অভিরাম ডাক্তার পাড়া এলাকায় এ ধান কাটা কর্মসূচি পালন করে।
এ সময় রংপুর পলিটেকনিক শাখার কর্মী পলাশ আহমেদ এর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্ব অভিরাম ডাক্তার পাড়া স্থানীয় কৃষক মিলন মিয়ার চল্লিশ শতক জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেন।এ সময় তারা ধান মাড়াইয়ের কাজেও অংশ নেন।
শ্রমিকবেশে কাজ করার অভিজ্ঞতা ছাত্রলীগের জন্য নতুন কিছু নয় বলে মনে করেন দেশের প্রাচীন ও বৃহৎ ছাত্র সংগঠনটির নেতারা।