বিশেষ বিজ্ঞপ্তি ::
সংবাদ শিরোনাম ::
ঝড়ে সুজানগর মহিলা কলেজের দেয়ালে ধস

এম এ আলিম রিপন,সুজানগর :
- আপডেট সময় : ০৮:০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে

প্রচন্ড ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে সুজানগর মহিলা কলেজ।বয়ে যাওয়া ঝড়ে এ সময় কলেজের সীমানা প্রাচীর দেয়াল ভেঙে পড়ায় বিপাকে পড়েছে ওই কলেজের শিক্ষার্থীরা।
জানাযায়, সম্প্রতি বয়ে যাওয়া প্রচন্ড ঝড় ও বৃষ্টিতে ধসে পড়ে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সামনের সীমানা প্রাচীর দেয়াল।আর সুজানগর পৌর বাজারের পাশে কলেজটির অবস্থান হওয়ায় সীমানা প্রাচীর বর্তমানে না থাকায় বিপাকে শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থীরা জানান, সীমানা প্রাচীর না থাকায় বর্তমানে আমরা ক্লাস শেষ করে কলেজ ক্যাম্পাসের মধ্যে খেলাধুলাসহ ঘুরাঘুরি করতে পারছি না।
সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলেজের প্রাচীর ভেঙে যাওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী সকলেই বিপাকে পড়েছে।