নান্দাইলে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে

নান্দাইলে আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০মে) সকাল ১০ টায় পৌরসদরের ৭ নং ওয়ার্ডের আচারগাঁও ব্রিজ সংলগ্ন আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি উদং মধুপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন।
মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ্ বিন সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-নান্দাইল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল আমীন, আচারগাঁও ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই, পৌরসভার সাবেক কমিশনার আব্দুল হান্নান, আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা বোরহান উদ্দিন, নান্দাইল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আলী আজম, শিক্ষা সচিব নেছার আহম্মেদ টিটু, আচারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজিম উদ্দিন উদ্দিন সহ প্রমুখ।
এসময় আমিন ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ৬২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।