শিবগঞ্জে নিসচা’র উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন

- আপডেট সময় : ০৭:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

জাতিসংঘ ঘোষিত সপ্তাহব্যাপী বৈশ্বিক সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে গণপরিবহনে লিফলেট বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসৃচি পালন করা হয়েছে।
শনিবার (২০ মে) বিকেল ৪ ঘটিকায় উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে কামতাড়া বন্দরে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং কামসারা ত্রিমোহনী হতে শিবগঞ্জ রাস্তার দু পার্শ্বে বৃক্ষ রোপন কর্মসৃচিতে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ইউপি সদস্য মোস্তফা ফকির।
নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান,কার্যকরী সদস্য ইকবাল হোসেন বাবু, আসাদুল্লাহ, সামছুর রহমান, রাব্বি হাসান সুমন, সাংবাদিক সাজু প্রমূখ।