রাণীশংকৈলে কৃষকের ধান কেটে দিয়ে কৃষকলীগের ধান কাটা কার্যক্রমের উদ্বোধন

- আপডেট সময় : ০৬:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষক লীগের উদ্যোগে ধান কাটা কার্যক্রম শনিবার (২০মে) শুরু করা হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলার রাউত নগর রাজশাইয়া পাড়ার বয়ডার ব্রীজের পাশে কৃষক আতাউর রহমান ও তোফাজ্জুল ইসলামের প্রায় এক একর জমির ধান কেটে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বধন করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ চৌধুরী রিংকু।
এসময় ধান কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন, জেলা কৃষক লীগ নেতা শেখ রফিকুল ইসলাম সিজার, ওয়ালিউর রহমান বাবু ও মাসুদ রানা পলক, এছাড়াও রাণীশংকৈল উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, আ.লীগ নেতা আনিসুর রহমান বাকী, রফিউল ইসলাম ভিপিসহ জেলা ও উপজেলা কৃষক লীগের বিভিন্ন নেতাকর্মী ধান কাটায় অংশ গ্রহণ করেন।
এ প্রসঙ্গে উপজেলা কৃষক লীগ সভাপতি বাবর আলী বলেন, পৌরসভা সহ ৮ টি ইউনিয়নে পর্যায়ক্রমে আমাদের এ ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।আমরা কৃষকের পাশে আছি, ছিলাম এবং থাকবো।