হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনার্থে পাইকগাছার মধুমিতা পার্কের অবৈধ স্হাপনা উচ্ছেদ

- আপডেট সময় : ০৬:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

খুলনা জেলা পরিষদের তফশীল ভুক্ত জমি থেকে ১৮মে এর মধ্যে সকল প্রকার অবৈধ স্হাপনা অপসারন করার জন্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম, এম মাহমুদুর রহমান (উপ-সচিব) স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, উক্ত বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগের রীট মামলা নং ৩৫৯০/২০০৫ ও কন্টেম পিটিশন নং ১০২/২২ এবং জেলা প্রশাসক খুলনার ১১ মে’২৩ মোতাবেক গত ১৫মে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহামান্য হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনার্থে পার্কের অবৈধ স্হাপনা উচ্ছেদ করে উক্ত জায়গা খালি করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
শনিবার সকালে মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, জেলা প্রশাসক কর্তৃক নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোঃ আল আমিন এবং উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সরেজমিন পরিদর্শন শেষে মধুমিতা পার্কের অবৈধ স্থপনা প্রায় ৩০ টা দোকান এসকেবেটার ম্যাসিন দিয়ে ভেঙ্গে দেন।
এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ওসি তদন্ত তুষার কান্তি দাশ, আশাশুুনি ফায়ার সার্ভিসের এস্টেসন অফিসার আবুল কালাম মোড়ল ইলেক্ট্রনিক্স ও প্রিন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।